ফাইল ফটো
প্রবাস

ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন, নিজেকে প্রধানমন্ত্রীও দাবি

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। তবে পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন।

পোস্টে আরো বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আলোচনার স্মৃতি স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন, উল্লেখ করা হয় পোস্টে।

পোস্টে একটি ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা ও তার কন্যা সায়েম ওয়াজেদ পুতুলকে দেখা যাচ্ছে।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার কূটনৈতিক পার্সপোর্ট বাতিল করা হয়েছে। ফলে তিনি নির্দিষ্ট সময় পর দেশটিতে কোন সুবিধায় আছেন তা নিয়ে প্রশ্ন আছে। এর মাঝে তিনি অনেক দেশে ভিসার আবেদন করেছেন এবং সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে- এমন খবরও বেরিয়েছে।

অবশ্য নানা সময় তার অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। একটি খবর ছিল এমন- তিনি আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সব মিলে মুখরোচক এক কথামালা যেন শেখ হাসিনার গতিবিধি। কিছুদিন আগে ভারতের দ্য প্রিন্ট জানিয়েছে দিল্লীর লুটিয়েনস বাংলোয় খুবই সুরক্ষিত এবং ভালো সুবিধাদি নিয়ে বাস করছেন শেখ হাসিনা। সেখান থেকেই হয়তো ট্রাম্পের জয়ে নিজেকে আবার প্রধানমন্ত্রী দাবি করে পোস্ট দিলেন শেখ হাসিনা।

নানা সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সংশ্লিষ্টরা বলে আসছেন প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি আওয়ামী লীগের এ সভাপতি। তবে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া ও তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পদত্যাগের প্রসঙ্গটি চাপা পড়ে। পদত্যাগপত্র নিয়ে সাম্প্রতিক বিতর্কে রাষ্ট্রপতির কার্যালয় জানায়, শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত সত্য।

নতুন করে ট্রাম্পকে জানানো অভিনন্দনে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে শেখ হাসিনার পোস্ট নতুন আলোচনার জন্ম দেবে নিশ্চিৎ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছ...

এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)...

মৌলভীবাজারে ধানের শীষের কান্ডারি হলেন যারা 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদ...

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা...

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে,অধ্যাদেশ জারি

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই গণপ...

কুয়াশার চাদরে উত্তর জনপদে শীতের আগমনী বার্তা

দেশের উত্তর জনপদের ৮ জেলায় শীতের আগমনী বার্তা নেমে এসেছে। সন্ধ্যার পর থেকে সক...

ইবিতে সাংবাদিকদের মারধর: বহিষ্কার ৩, সতর্কবার্তা ৯ জনকে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়...

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় পাঁচ শরিয়াহ ব্যাংক অকার্যকর

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কে...

১৮৩তম মণিপুরী মহারাসলীলা

তিমির বনিক,মৌলভীবাজার থেকে: অপেক্ষার প্রহর শেষ করে...

মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে কমলা     

বেকার জীবন যে কত কষ্টকর, তা ভালো করেই জানেন নাসির উদ্দিন মল্লিক। পাঁচ সন্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা