আন্তর্জাতিক

সিরিয়ায় গৃহযুদ্ধের মূল হোতা আতেফ নাজিব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই এবং দারা শহরের সাবেক নিরাপত্তাবিষয়ক প্রধান আতেফ নাজিবকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আতেফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ছিল জননিরাপত্তা অধিদপ্তর ও সামরিক বাহিনীর যৌধ অভিযান।’

মুস্তাফা নেফাতি আরো জানান, আতেফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং ওই এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার জন্য অভিযানটি পরিচালনা করা হয়েছে।

আতেফ নাজিবের যথাযথ বিচারের জন্য এরই মধ্যে তাকে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।

সিরিয়া টিভিসহ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বশার আল আসাদের চাচাতো ভাই ও জাবলেহে শহরে জন্মগ্রহণকারী আতেফ নাজিব অত্যন্ত নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০১১ সালে তিনিই প্রথম নিরীহ বেসামরিক মানুষদের ওপর সহিংসতা চালিয়েছিলেন। এরপরই গৃহযুদ্ধ দানা বাঁধতে শুরু করেছিল সিরিয়ায়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে দারার শিক্ষার্থীরা আতেফ নাজিবের বিরুদ্ধে দেয়ালে স্লোগান লিখেছিল। এই ‘অপরাধের জেরে’ তিনি কয়েকজন শিক্ষার্থীকে তুলি নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন করেছিলেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ এবং রাস্তায় নেমে আসে। এভাবে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ায়।

আতেফ নাজিব সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর গোয়েন্দা পরিষেবায় যোগ দিয়েছিলেন। এরপর তিনি দারায় রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান পদে অধিষ্ঠিত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা