সারাদেশ

মৃত্যুর চার বছর পর নির্দোষ প্রমাণিত হলেন সাবেক মেয়র কামাল

বরিশাল প্রতিনিধি

মৃত্যুর চার বছর পরে উচ্চ আদালতের রায়ে দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল।

এর আগে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বরিশালের তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ৮ মাস কারাগারেও ছিলেন তিনি।

বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দীর একক বেঞ্চে দেওয়া এ সংক্রান্ত রায়ে কামালসহ পাঁচ আসামিকেই বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে এ মামলায় কামালের জামিন বাবদ সরকারি কোষাগারে জমা দেওয়া ৫০ লাখ টাকা তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

বিসিসির মেয়র থাকাকালে ১৯৯৫ সালের একটি ঘটনায় ২০০৯ সালে আহসান হাবিব কামালসহ ৭ জনের বিরুদ্ধে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় ২০১৯ সালের ৯ নভেম্বর দেওয়া রায়ে কামালসহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেন বরিশালের জেলা ও দায়রা জজ আদালত। তখন এই রায়ে মামলার সাত আসামির মধ্যে ২ জনকে বেকসুর খালাস প্রদান করেছিলেন আদালত।

রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত কারান্তরীণ থাকেন সাবেক মেয়র কামাল। কারাগারে থাকা অবস্থায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ৫০ লাখ টাকার জামিননামায় তাকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি। নির্দেশনা অনুযায়ী ৫০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরও কামালের মুক্তি পেতে তিন মাসেরও বেশি সময় লেগে যায়।

পরবর্তীতে ২০২১ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করেন কামাল। এদিকে উচ্চ আদালতে চলমান মামলার রায়ে বুধবার কামালসহ ৫ আসামিকে বেকসুর খালাস ঘোষণা দেওয়া হয়। নিম্ন আদালতের দেওয়া রায় পর্যালোচনা ও ২০ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য বিবেচনায় এনে এ রায় দেন বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

কামালের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ বিসিসির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলনের ঘটনায় মামলা করে দুদক। কিন্তু মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হলেও তাকে আসামি করা হয়নি। এছাড়া সড়ক ও জনপদের একজন প্রকৌশলীর তদন্তে আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছিল দুদক। কিন্তু সেই নির্বাহী প্রকৌশলী উচ্চ আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এ কারণে কামালের মৃত্যুর চার বছর পরে ঘোষিত উচ্চ আদালতের রায়ে তাকেসহ ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোরআনের সঙ্গে হৃদয়ের সংযোগ গড়তে কোরআন জার্নালিং

অনেকে প্রতিদিন কোরআন তিলাওয়াত করেন, কিন্তু যখন তাঁদের প্রশ্ন কর...

মৃত্যুর চার বছর পর নির্দোষ প্রমাণিত হলেন সাবেক মেয়র কামাল

মৃত্যুর চার বছর পরে উচ্চ আদালতের রায়ে দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন...

মাইলস্টোন দুর্ঘটনায় বার্সেলোনার শোকবার্তা

ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক সময়ের মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ড...

হাসপাতাল থেকে ফিরে স্পেনকে ফাইনালে তুললেন বোনমাতি

শেষ বাঁশি বাজার পর আইতানা বোনমাতি বললেন, ‘আমি চাইলে এটা নিয়ে বই লিখতে প...

মৃত্যুর চার বছর পর নির্দোষ প্রমাণিত হলেন সাবেক মেয়র কামাল

মৃত্যুর চার বছর পরে উচ্চ আদালতের রায়ে দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন...

মিয়ানমারের ৭১ নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের...

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরল বিমান

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে...

বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎ...

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না : বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা