নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে মাদক কারবারি ও সেবনের অভিযোগে ১০৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৫ টি নিয়মিত অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামি হলেন- ১) মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার মো: রজ্জব আলীর ছেলে আবুল আইচ আনসারীকে (২৪) তার বসতঘর হতে ১০৫ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৫, তারিখ ১০/০৯/২০২৩ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            