ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী তাদের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে, যা বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

তারা বলেন, "উক্ত কলেজের যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল। এতে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং পরীক্ষায় মনোযোগ দিতে অসুবিধা হবে।"

শিক্ষার্থী অনিক তাহসিন সুপ্তি বলেন, "অজপাড়া গাঁয়ে অবস্থিত একটি কলেজে আমাদের পরীক্ষার ভেন্যু নির্ধারণ করায় আমরা আতঙ্কিত। সেখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা অনুপযুক্ত এবং নিরাপত্তার অভাব রয়েছে।"

শিক্ষার্থীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের নিকটবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সে অনুযায়ী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেই তাদের ভেন্যু নির্ধারণ করা উচিত।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বলেন, "২৬ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য সরকার ১৭ মার্চ কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। এতে আমাদের কলেজের পরীক্ষার্থীদের জন্য যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তা শহর থেকে অনেক দূরে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হবে। তাই আমরা ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে আবেদন করেছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন ও অনিকা তাহসিন সুপ্তি। এছাড়াও বক্তব্য দেন সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা, জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দ্রুত ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্র...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা