রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) সকাল ১০টা নাগাদ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমারবাঙলা/জিজি