বিএনপি–জামায়াত ঘরানার রাজনীতির বাইরে নতুন একটি নির্বাচনি জোট ঘোষণার প্রস্তুতি চলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)—এই চার দলকে নিয়ে একটি রাজনৈতিক জোট শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে। যদিও জোটের নাম চূড়ান্ত হয়নি।
সূত্র থেকে জানা গেছে, গত এক মাসে দলগুলো বিএনপি ও জামায়াতের সঙ্গে একাধিক বৈঠক এবং আলাপ-আলোচনা করেছে। কিন্তু রাজনীতির হিসাব-নিকাশ না মেলায় দলগুলো কোনো জোটে যায়নি। তাছাড়া, আলাদাভাবেই রাজনীতি করে এনসিপি রাজনীতিতে টিকে থাকতে চায়। এমন অবস্থান থেকেই তারা এবি পার্টিসহ তিন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে এ বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এবি পার্টি যাত্রা শুরু করে ২০২০ সালে এবং গত সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল। রাষ্ট্রচিন্তার কর্মসূচি থেকে ২০২১ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর চলতি বছরের ৯ মে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জানান, রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠনে চার দল ইতোমধ্যে একমত হয়েছে এবং আরও দু–একটি দল যুক্ত হতে পারে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, 'নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের এজেন্ডায় একত্রিত হয়েই এই জোট গঠনের আলোচনা চলছে।'
● আমারবাঙলা/এফএইচ