ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন বলে জানান নিউ মার্কেট থানা ওসি এ কে এম মাহফুজুল হক।
তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এসে অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। তাদের অবস্থানের কারণে আশেপাশে রাস্তাগুলো দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।”
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এর আগেও আন্দোলন করেছেন শিক্ষালয়টির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া আইনে উচ্চ মাধ্যমিক বহাল রাখার কথা বলা হলেও ধীরে ধীরে তা তুলে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিমার্জনের পর অধ্যদেশ চূড়ান্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে কতটা সময় লাগবে-সে বিষয়ে মন্ত্রণালয় এখনও স্পষ্ট কিছু জানায়নি।
এমন বাস্তবতায় ‘অস্তিত্ব পেতে যাওয়া’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে রোববার।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন।
আর কলেজগুলোর স্নাতক পর্বের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।
● আমারবাঙলা/এফএইচ