স্বাস্থ্য

শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে নারী দিবসে তরুণদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছে তরুণ সমাজ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী মৈত্রীর উদ্যোগে পরোক্ষ ধুমপানের ক্ষতি থেকে নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবীতে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি জানান তারা।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তামাক বিরোধী তরুণ ফোরাম, মায়েদের ফোরাম, শিক্ষক ফোরাম, গার্লস গাইড রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট এর সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং নতুন প্রজন্মকে আসক্ত করছে। তাই তামাকের ক্ষতির প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা জরুরি।

তামাকবিরোধী ইয়ুথ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত বলেন, বাংলাদেশে প্রতিদিন ৪৪২ জন তামাকজনিত কারণে প্রাণ হারান। এই মৃত্যু প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস ও কার্যকর করা জরুরি। প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা – যাতে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত হয়।
২. বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা
৩. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা
৪. তামাক কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম সম্পূর্ন নিষিদ্ধ করা
৫. তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা
৬. এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং তামাকজাত দ্রব্য থেকে কিশোর-তরুণদের সুরক্ষিত রাখা

ইয়ুথ এডভোকেট যারীন তাসফিয়া বলেন, ‘তামাকের বিষাক্ত ধোঁয়া আমাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য পরোক্ষ ধূমপান মারাত্মক ক্ষতিকর, যা গর্ভপাত, নবজাতকের কম ওজন নিয়ে জন্ম এবং শ্বাসকষ্টজনিত রোগের কারণ হতে পারে। তাই নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস ও কার্যকর করার জোরালো দাবি জানাচ্ছি।’

নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়ক নাসরিন আক্তার বলেন, তামাক কোম্পানিগুলো তরুণদের বিভ্রান্ত করতে মিথ্যা প্রচার চালাচ্ছে যে,প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস হলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও ২০১৩ সালে সংশোধনের পর গত ১৮ বছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে সাড়ে ১২ গুণ। একই সঙ্গে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে তামাক ব্যবহার ১৮% হ্রাস পেয়েছে।

তারা আরো বিভ্রান্তিকর তথ্য ছড়ায় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন পাস হলে তামাক খাতে জড়িত ১৫ লাখ খুচরা বিক্রেতা তাদের কর্মসংস্থান হারাবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ ২০২১ অনুযায়ী, দেশে মোট খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার, যার মধ্যে খাদ্য, পানীয় ও তামাকপণ্য বিক্রি করে এমন দোকানের সংখ্যা মাত্র ১ লাখ ৯৬ হাজার ৩৪১টি। তাছাড়া, এসব দোকানে সাধারণত অন্যান্য পণ্যের সঙ্গেই তামাকপণ্য বিক্রি হয়, তাই তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস হলে তাদের কর্মসংস্থানে উল্ল্যেখযোগ্য কোন প্রভাব পড়বে না। তামাক কোম্পানির এসব মিথ্যাচার তরুণদের বিভ্রান্ত করছে এবং তারা যেন এই অপপ্রচারে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা