কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে বিদেশে পাচারের সময় দুটি মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সাতজন জিম্মিকে। আটক ব্যক্তিরা হলেন— কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৭ এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আলম (১৯) এবং টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পুরান পল্লানপাড়ার আবু তাহেরের ছেলে ইসমাঈল (২৮)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবৈধভাবে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কয়েকজনকে একটি ট্রলারে তোলার সময় ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি ঘিরে ফেলে বিজিবি। পালানোর চেষ্টাকালে ট্রলারটি আটক করা হয়। পরে তল্লাশিতে ছয় পুরুষ ও এক নারীসহ মোট সাতজন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ছদ্মবেশে থাকা মানবপাচারকারী চক্রের একজন সদস্যকেও ধরা হয়।
ঘটনাসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
আমারবাঙলা/এনইউআ