বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া এলাকার গভীর জঙ্গল থেকে লালরাম সাং বম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উদ্ধার করার পর মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহটি বম সোশ্যাল কাউন্সিলের (বিএমসি) নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়ূরপাড়ার উত্তর-পশ্চিমে প্রায় এক কিলোমিটার দূরের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ধারনা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়। পচনধরা অবস্থায় লাশটি পাওয়া যায়।
স্থানীয় বম সম্প্রদায়ের লোকজন মরদেহটি লালরাম সাং বমের বলে শনাক্ত করেন। তিনি রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের কেওক্রাডং পাহাড় পেরিয়ে মিয়ানমার সীমান্তসংলগ্ন চুংসংপাড়া এলাকার বাসিন্দা। চুংসংপাড়া থেকে ময়ূরপাড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। স্থানীয়দের মতে, লালরাম সাং বম পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক ছিলেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, নিহতের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দ্দী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও চুংসংপাড়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বিএমসি-র কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।
আমারবাঙলা/এনইউআ