রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, যারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন।

বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত‌দের দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মো: শফিউদ্দিন বলেন, আমরা কুষ্টিয়ার মধুপুর থেকে গরু নি‌য়ে ঢাকা যাচ্ছিলাম। ট্রাকের চালক দ্রুত গ‌তি‌তে চালা‌চ্ছিল ট্রাক। আমরা বার বার ট্রাক চালককে বলছি বৃষ্টি হচ্ছে আস্তে চালাও। সে আমাদের কথা শোনে নাই। হঠাৎ একটা শব্দ হলো । তারপরই আমরা রাস্তার পাশে পানির খাদে পড়ে যায়। আমা‌দের সা‌থের দুজন ম‌ারা গে‌ছে।

কালুখালি ফায়ার স্টেশনের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারিচালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে যুবদলের সেই এমদাদুল হক বাদশা'র বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্র...

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে সচিব

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদ...

শীতের দাপটে কাঁপছে চায়ের জনপদ শ্রীমঙ্গল

মৌলভীবাজারে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের ১ম সপ্তাহেই ঘন কুয়াশা আর হিম...

সিএমপির ১৫ থানায় ওসিদের বড় রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে ব্...

লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্ন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নোংরা খাবার—চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে তিন...

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয়...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন এক লাখ ছাড়াল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্ত...

নোয়াখালী কবরস্থান থেকে বস্তাবন্দি একনলা বন্দুক–পাইপগান উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধা...

চট্টগ্রামে ভূমি অপরাধ প্রতিরোধ আইন বাস্তবায়নে সেমিনার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা