বিএনপির সদস্যপদ নবায়ন করেছেন জুলাই অভ্যুত্থানে পানির ফেরিওয়ালা স্কাউটার মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর এরই মধ্যে দিয়ে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান জাতীয় কমিশনারের পদে থাকা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন। যদিও তার জামায়াতে ইসলামীতেও যোগদানের গুন্জন ছিল। কিছুদিন আগে তিনি জামোয়াতের আমীর শফিকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাদের সাথেও সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র শিবির যে কোন দলে ঢুকে পড়ার ইতিহান বিরল নয়। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের প্রকৃত রাজনৈতিক পরিচয় জানতে হয়তো আরো অপেক্ষা করতে হতে পারে বলে অনেকে মনে করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্নিগ্ধর’ সদস্যপদ নবায়নের সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গুঞ্জন রয়েছে, ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩,৪৪,৪৫, ৪৬, ৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩,৫৪ ও বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা ৬টি থানা) নিয়ে গঠিত।
গতকাল সোমবার ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে ৬৩টি আসন ফাঁকা রাখে দলটি। এরমধ্যে ঢাকা-১৮ আসনটি রয়েছে।
আমারবাঙলা/এফএইচ/আরএ