নির্বাচিত সরকারকে ধর্মীয় উগ্রবাদিদের সহায়তায় মেটিউকুলাস ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে হটিয়ে দিয়ে বাংলাদেশে নোবেল বিজয়ীর নেতৃত্বে নৈরাজ্য চলছে বলে জানিয়েছে কানাডার অটোয়া আওয়ামী লীগ।
উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন মাত্রা ছাড়িয়েছে বলে কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে অটোয়া আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইফুদ্দীন জানান, বাংলাদেশে বেআইনি শাসন চলছে। গণতান্ত্রিক পথ শেষ করে দেবার জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল অনুঘটক ছাত্র সংগঠন ছাত্রলীগকে বেআইনি ও অগণতান্ত্রিক হাস্যকর ভাবে বাতিলের ঘোষণা হয়েছে।
কানাডিয়ান সরকার ন্যায়ের পক্ষে তাদের ভূমিকা জোরালো করবে বলে আশা প্রকাশ করেন অটোয়া আওয়ামী লীগের নেতারা। ̤অটোয়া আওয়ামী লীগ সভাপতি ওমর সেলিম শের জানান, বঙ্গবন্ধুকে মুছে দিতে, দেশের সার্বভৌমত্ব মুছে দিতে যে চেষ্টা চলছে, নির্বিচার হত্যা আর আইনহীনতার পরিবেশ তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়য়কে সোচ্চার হতে হবে।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            