খেলা

গল্পটা এখন এচেভেরির

ক্রীড়া ডেস্ক

কৈশোরে রিভার প্লেটে খেলার সময়ই আলোচনায় এসেছিলেন ক্লদিও এচেভেরি। কারও চোখে তিনি তখন ছিলেন ‘নতুন মেসি’, কেউ আবার তাঁর মধ্যে একসঙ্গে লিওনেল মেসি এবং ডিয়োগো ম্যারাডোনার মিশ্রণও দেখতে পাচ্ছিলেন। বয়সভিত্তিক দলে তাঁর পারফরম্যান্সও সেই আলোচনায় হাওয়া দিয়েছে বেশ। সেই পারফরম্যান্স এবং আলোচনা তাঁকে একপর্যায়ে নিয়ে আসে ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার সিটিতে।

সিটিতে এসে আজকের আগে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার নামার সুযোগ পেয়েছিলেন এচেভেরি। কিন্তু প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে পাঁচ মিনিট এবং এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৪ মিনিট মাঠে থেকে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি এই আর্জেন্টাইন।

এচেভেরির জন্য সিটিতে আসল শুরুটা হয়েছে মূলত আজ ক্লাব বিশ্বকাপে আল–আইনের বিপক্ষে ম্যাচে, যেটা সিটি জিতেছে ৬–০ গোলে।

এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পুরোটা সময় অবশ্য মাঠে থাকেননি। প্রথমার্ধের পরপরই গোড়ালির চোটের কারণে মাঠ থেকে তাঁকে তুলে নেওয়া হয়। কিন্তু নিজেকে চেনানোর জন্য ৪৫ মিনিটই যথেষ্ট ছিল এচেভেরির। এর মধ্যে ফ্রি–কিক থেকে অসাধারণ এক গোল করে মনে করিয়ে দিয়েছেন মেসিকেও।

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল–আইনের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে ফ্রি–কিকটি পায় সিটি। ডান পাশে বক্সের কাছাকাছি জায়গা থেকে ফ্রি–কিক নিতে আসেন এচেভেরি। ডান পাশের ওপরের কোনা ঘেঁষে তাঁর নেওয়া দুর্দান্ত শটটি থামানোর জন্য আল–আইন গোলরক্ষক জায়গা থেকে নড়ার সুযোগও পাননি। মুহূর্তের মধ্যে বল জড়ায় জালে আর সিটির হয়ে নিজের প্রথম গোলের উদ্‌যাপনে মেতে ওঠেন এচেভেরি। দুদিন আগে প্রায় একই জায়গা থেকে ফ্রি–কিকে গোল করে মুগ্ধতা ছড়িয়েছিলেন মেসিও।

গোল করার পাশাপাশি পারফরম্যান্সেও নজর কেড়েছেন এচেভেরি। ম্যাচে ১৭ বার বল স্পর্শ করে ১১টি পাস দিয়েছেন তিনি, যার মধ্যে ১০টি সফল। সব মিলিয়ে ৯১ শতাংশ পাস সফল দিয়েছেন এচেভেরি।

ম্যাচ শেষে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে ফ্রি–কিক নিয়ে এচেভেরির পরিশ্রমের বিষয়টি সামনে এনেছেন সিটি কোচ, ‘গত মৌসুমে সে আসার পর তিন-চার মাস ধরে অনুশীলন সেশনের শেষে সে একাই গোলরক্ষক ও দেয়াল নিয়ে ফ্রি-কিক প্র্যাকটিস করত। অন্যরা সেটা করত না। সে অনুশীলনের পর অনুশীলন করে গেছে, যার ফলও পেয়েছে। তার মধ্যে প্রতিভা ও সাহস দুটোই আছে। আর আপনি যখন অনুশীলন করবেন তবে এটা গলফ বা বাস্কেটবলের মতো মনে হবে। যত বেশি অনুশীলন করবেন, আপনার সম্ভাবনা ততই বাড়বে। গোলটা অসাধারণ ছিল। সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।’

চোটের কারণে পুরো সময় এচেভেরিকে না পাওয়ায় আক্ষেপও ঝরেছে গার্দিওলার কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে গোড়ালির সমস্যার কারণে সে প্রথমার্ধের পর আর খেলতে পারেনি। কিন্তু এই প্রতিযোগিতায় তার শুরুটা ভালোই হলো। সে অসাধারণ একটি গোল করেছে। ফ্রি–কিকটা সত্যিই খুব ভালো ছিল।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ আবু সাঈদ ছিল আশার আলো — নতুন ঘরে নেই শান্তি, কেবল হাহাকার

বছর দেড়েক আগেও তিনি ছিলেন শুধুই এক মেধাবী ছাত্র,...

‘পুলিশ কর্মকর্তার চরিত্র করার সময় বিশ্বাস করেছি, আমিই পুলিশ’

‘আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমার পারফরম্যান্স (অভিনয়) একই র...

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় ব...

এনসিপির উপর হামলা,ইবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার বিভি...

গোপালগঞ্জের ঘটনার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সহিংসতায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে...

‘পুলিশ কর্মকর্তার চরিত্র করার সময় বিশ্বাস করেছি, আমিই পুলিশ’

‘আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমার পারফরম্যান্স (অভিনয়) একই র...

 ট্রল থেকে লিটনের ঘুরে দাঁড়ানো ‘সহজ ছিল না’

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। লিটন দাসকে ওয়ানডেতে ফেরানো হ...

পুকুরে মিললো বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি পুকুর থেকে দুটি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জা...

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরি...

‘আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই’

টিনের ছোট ঘর। সেই ঘরজুড়ে সংসারের অভাবের ছাপ। সামনের ছোট উঠান ভরে গেছে স্বজন&n...

লাইফস্টাইল
বিনোদন
খেলা